বানারীপাড়ায় অসহায়দের খাদ্য সহায়তা

বানারীপাড়ায় অসহায়দের খাদ্য সহায়তা

বরিশালের বানারীপাড়ায় ইউ এন ডিসি জাতীয় মানবাধিাক কমিশনের  সহায়তায় আভাসের উদ্যোগে এবং বেসরকারী সংস্থা ফিউচার এ্যাডুকেশন এন্ড হিউম্যান সোসাইটির বাস্তবায়নে  কোভিড-১৯ অসহায়দের  মাঝে খাদ্য সহয়তা বিতরণ করা হয়।

মঙ্গলবার ২৯জুন বেলা ১১টায়  বাস-ষ্ট্যান্ড মাষ্টার বাড়ী নতুন মুখ সাহিত্য সংস্কৃতি চত্বরে সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলামের সভাপতিত্বে এ খাদ্য সহয়তা প্রদানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা,আভাস’র প্রোগ্রাম অফিসার আলী আহসান, নতুন মুখ সাহিত্য সংস্কৃতির সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক,বিজয় টিভির বানারীপাড়া প্রতিনিধি সাংবাদিক ইলিয়াস শেখ,মাষ্টার মোঃ শাহজাহান,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও আভাসের সদস্য আব্দুল আউয়াল,সদস্য মহসিন, মোঃ আলাউদ্দিন,মোঃ মোজাম্মেল হোসেন প্রমুখ।

এ উপজেলায় ১শত ৪০টি পরিবারের মাঝে খাদ্য  সহায়তায় মধ্যে ছিলো ১২ কেজি মিনিকেট চাল,৬ কেজি আটা,৩ কেজি চিনি,১ কেজি লবন,২লিটার সোয়াবিন তৈল,১ কেজি চিড়া,লাইফবয় সাবান ৬টি ও সুজি ৫০০ গ্রাম।